বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আল আমিন সরকার ৭১৯০ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৩৫ ভোট পেয়েছেন। সোনারগাঁওয়ে চতুর্থ ধাপে একটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
রোববার সকাল থেকেই প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্রে নারী ভোটারদের চোখে পড়ার মতো উপস্থিতি ছিল।
এ ইউনিয়নে ২১ হাজার ১শ ৬৭জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ১১ হাজার ২২ ও নারী ভোটার ১০হাজার ১ শ ৪৫ জন।
আপনার মতামত দিন