নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনির ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে সোহাগ রনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বলেন, আমি সোহাগ রনি, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। ব্যানার ফেস্টুন ছিড়ে আমার রাজনীতিকে দমিয়ে রাখা যাবেনা।
মঙ্গলবার উপজেলার জনগুরুত্বপূর্ণ এলাকায় সরেজমিনে দেখা যায়, সাবেক সহ-সভাপতি ছাত্রলীগ নেতা সোহাগ রনির মহান স্বাধীনতা দিবসের পোস্টার, ব্যানার ও ফেস্টুন কে বা কারা ছিড়ে ফেলে দিয়েছে।
সোনারগাঁও উপজেলা আওয়ামী কৃষকলীগের সাবেক সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাজী শাহ মোঃ জামাল তোতার কৃতি সন্তান সোহাগ রনি জানান, অপরাজনীতি ও ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে কোনদিন দমন করা যায়নি, আর যাবেও না। আমি নারায়ণগঞ্জ জেলার সিংহ পুরুষ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের কর্মী হিসেবে বলবো যারা সোনারগাঁওয়ে এধরণের প্রতিহিংসার রাজনীতি করেন, একই রাজনৈতিক দলের নেতার জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেন, তাদেরকে দেশ ও জাতির শত্রু মনে করি। তারা কখনো কোন রাজনৈতিক দলের হতে পারে না। তারা কাল সাপ।
পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলার ঘটনায় সোনারগাঁও ও আশেপাশের এলাকার জনগণের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে। রাজনৈতিক অস্থিরতার দোলাচালে কোন পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাই চান সোনারগাঁওয়ের সাধারণ মানুষ ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ রনি।
আপনার মতামত দিন