বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৫:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের একটি আদালতে সোনারগাঁও থানার একটি নাশকতার মামলায় হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
৫ বিএনপি নেতা হলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন মেম্বার, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালু , সোনারগাঁও উপজেলা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁও পৌরসভা ছাত্রদলের আহবায়ক ফরহাদ শিকদার।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, জামিনের শুনানির পূর্ব নির্ধারিত তারিখে তারা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আপনার মতামত দিন