রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মঙ্গলবার সকালে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে সোনারগাঁও উপজেলা চত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া ও সহ সভাপতি, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে ভাষা শহীদদের স্মরণে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট নুর জাহান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল,আওয়ামীলীগ নেতা গাজী মুজিবুর রহমান, এডভোকেট ফজলে রাব্বি, নাসরিন সুলতানা ঝরা, আহসান হাবীব টিপু, শাহ মো. সোহাগ রনি, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, ছাত্রলীগ নেতা হাসান রাশেদ, রাসেদুল ইসলাম রাসেলসহ যুবলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, কৃষকলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন