নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোনারগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে সোনারগাঁও উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে শেখ রাসেল ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে শহীদ মজনু শাহ পার্কে বিজয় স্তম্ভে, উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে ফুলের শ্রদ্ধা জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গণি, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, আওয়ামীলীগ নেতা ও সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে আওয়ামীলীগের পক্ষ থেকে একটি বিজয় র্যালী বের করা হয়।
আপনার মতামত দিন