শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সুবিধাভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে হাইব্রিড ও উচ্চ ফলনশীল (উফসী) বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়নগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন সোনারগাঁও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম মিয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদরে সদস্য আবুৃ নাইম ইকবাল, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক প্রমুখ।
এসময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২২-২৩ অর্থবছরে বোরো ধান প্রনোদনার আওতায় সোনারগাঁও উপজেলার ২১৮০ জন সুবিধাভোগী ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে ৮৮০ জনকে উফশী জাতের ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে এমওপি সার ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া আরো ১৩ শ’ জন সুবিধাভোগী ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ২ কেজি করে হাইব্রীড জাতের বীজ বিতরণ করা হয়।
আপনার মতামত দিন