বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত ভবনে “ডেন্টাল ইউনিট” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এছাড়াও শিশু কর্ণার উদ্বোধন ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: আ.ফ.ম মুশিউর রহমান, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজওয়ান উল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার ইমরান হোসেন, মেডিকেল অফিসার ডা:সজিব রায়হান, পিরোজপুর ইউপি মহিলা সদস্য রুনা আক্তারসহ অত্র হাসপাতালে সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও স্বাস্থ্য বিভাগের ডেন্টাল সার্জন ডাঃ সাদমান হাসান জানান, বর্তমানে সোনারগাঁও স্বাস্থ্য কেন্দ্রে ডেন্টাল চিকিৎসার সরঞ্জাম আসার ফলে এই বিভাগের মাধ্যমে রোগীদের দাঁতের চিকিৎসা সেবা দিতে আর কোন সমস্যা হবেনা।
আপনার মতামত দিন