বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরের দল ক্লাবের চালের টিন কেটে ও ভেতরের দেয়ালের কাঁচের গøাস ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে ক্লাবের কম্পিউটার, মূল্যবান কাগজপত্র, স্টিলের ড্রয়ার থেকে নগদ ৭৫ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার ভোরে উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ক্লাবের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁও উপজেলার পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম, ওসি (তদন্ত) আহসান উল্লাহসহ পুলিশের কর্মকর্তা ও ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, মঙ্গলবার ভোরে সোনারগাঁও প্রেস ক্লাবে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরদল ক্লাবের কম্পিউটার ও ফাইল কেবিনেটের তিনটি ড্রয়ারের তালা ভেঙে নগদ ৭৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সকালে প্রেস ক্লাবের কয়েকজন সাংবাদিক ক্লাবে এসে চুরি হওয়ার বিষয়টি দেখে প্রশাসন ও সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন। সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষোভ প্রকাশ করেন।
সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, চুরির ধরন দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত চুরি। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের জোর দাবি জানান।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব আলম জানান, প্রেস ক্লাবে চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। আশা করি দ্রæততম সময়ের মধ্যে চোরদের গ্রেফতার করতে সক্ষম হবো।
আপনার মতামত দিন