শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং সুমন গ্রুপের ৪ সদস্য আটক করেছে র্যাব-১১। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১১ সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে তিনটি ছোরা, একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
আটকরা হলেন আল আমিন হোসেন বাঁধন, মো. সুমন হাসান, মো. জিতু, এমরান হোসেন। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃতরা কিশোর গ্যাং সুমন গ্রæপ নামে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড করে বেড়ায়। এ গ্রæপের সদস্যরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করার জন্য কাঁচপুরের কারিনা টাওয়ারে ছোরা, সুইচ গিয়ার চাকুসহ একত্রিত হয়েছিল। দীর্ঘদিন ধরে তারা রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। এ কিশোর গ্যাংয়ের প্রধান মো. সুমন হাসানের বিরুদ্ধে ঢাকার ওয়ারী থানায় একটি মাদক মামলা রয়েছে।
আপনার মতামত দিন