শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে রোববার বিকেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কোরআন পাঠ, আলোচনা সভা, বস্ত্র ও খাবার বিতরনের আয়োজন করা হয়েছে।
সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক সালাউদ্দিন সালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সদস্য শাহ আলম মুকুল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম। বিশেষ বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান।
সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাজী নাসির উদ্দিন ও সিনিয়র যুগ্ন আহŸায়ক হাজী পিয়ার হোসেন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবদল নেতা হারুন অর রশীদ, শহীদুর রহমান স্বপন, নুরে-এ-ইয়াসিন নোবেল, আশরাফ মোল্লা, আশরাফ প্রধান, ছাত্রদল নেতা মশিউর রহমান শান্ত, জাকারিয়া ভূঁইয়া, মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ সাখাওয়াত হোসেন, জাকারিয়া সালেহ স্বপন, জি,এস শাহআলম, ফারুক আহমেদ, মোশারফ হোসেন, তাতীদলের সিনিয়র সহ-সম্পাদক হাজী রুহুল আমিন ও সোনারগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক মাসুদ রানা বাবুসহ আরও অনেকে।
আপনার মতামত দিন