মনির হোসেন, জামপুর থেকে:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহাসিক মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ১০ জনের মনোনয়ন সংগ্রহ করেছেন। গত দু’দিন ধরে দুই প্যানেলের ৫ জন করে মনোনয়ন সংগ্রহ করেন।
মহজমপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি আহসান হাবীব টিপু ও মুছারচর গ্রামের শুভ ভূইয়া নামের এক ব্যাক্তির প্যানেল এ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন।
জানা যায়, দীর্ঘ ১১ বছর ধরে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন মামলা সংক্রান্ত জটিলতা বন্ধ হয়ে যায়। পরে ২০২৩ সালে মামলা নিষ্পত্তির পর সভাপতির দায়িত্ব নেন কুতুবউদ্দিন ভূইয়া। তিনি মারা যাওয়ার পর দায়িত্ব নেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূইয়ার ছেলে আহসান হাবীব টিপু। বর্তমানে তিনি এডহক কমিটির সভাপতি দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ও শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান গত ১১ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
নির্বাচনে অভিভাবক পদে মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করেন। আগামীকাল বুধবার সকাল ১১ টায় মনোনয়ন পত্র বাছাই করা হবে। বৃহস্পতিবার বিকেল ৪ টা পর্যন্ত প্রত্যাহারের সময় রয়েছে। ওইদিন ৪ টার পর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ব্যালট (প্রতিক) বরাদ্দ দেওয়া হবে। আগামী ২ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
স্থানীয়রা জানান, মহজমপুর উচ্চ বিদ্যালয়ে একজন উচ্চ শিক্ষিত ও মার্জিত ব্যাক্তির প্রয়োজন। অভিভাবকহীন থাকায় স্কুলের শিক্ষার মান নিন্মমূখী হয়ে পড়েছিল। সে থেকে উত্তোরণের চেষ্টা করে যাচ্ছেন আহসান হাবীব টিপু। নির্বাচনে তার নেতৃত্বাধীন প্যানেল শক্তিশালী। আশা করি এ প্যানেল জয়ী হয়ে শিক্ষার মান উন্নতির দিকে নিয়ে যাবে।
ছাত্রলীগ নেতা রিদোয়ান জানান, স্কুলের শিক্ষার মান উন্নয়নে আহসান হাবীব টিপু প্যানেলের বিকল্প নাই। তিনিই শিক্ষার মান উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। এ প্যানেলের সকলেই শিক্ষিত। শুধু শিক্ষার মান উন্নয়ন নয় অবকাঠামো উন্নয়নও করতে পারবেন।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ও শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান সোনারগাঁও নিউজকে জানান, নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নিরপেক্ষ করতে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হবে। এখানে বল প্রয়োগের কোন সুযোগ নেই। কেউ এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত দিন