নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে পাঁচপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে কুপিয়ে আহত করার ঘটনার আসামির মোর্শেদা বেগম নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, মোর্শেদা বেগম এ ঘটনায় দায়েরকৃত মামলার ৬ নং এজাহারভুক্ত আসামি। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
এর আগে সোমবার দুপুরে নিহতদের মেজো বোন সামসুন নাহার বাদী হয়ে ৯ জনকে আসামি করে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন। মামলায় নিহতদের চাচা মহিউদ্দিন ও চাচাতো ভাই মোস্তফাসহ তাদের পরিবার সদস্যদের আসামি করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
উল্লেখ্য রোববার দুপুরে উপজেলার কাঁচপুরে পাঁচপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত দুই ভাই হলেন ওই এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে মো. শফিকুল ইসলাম রনি (৩৫)। এ ঘটনায় মেজো ছেলে রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা, মামুন হোসেন, মফিজুল ইসলাম , মারুফসহ পরিবারের সবাই পলাতক আছেন।
আপনার মতামত দিন