নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নের উদ্ভাবনে স্থানীয় সরকার, চলছে গ্রামের উন্নয়ন, থাকবে না গ্রাম -শহরেরে ব্যবধান– এ শ্লোগান নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে
জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ।
সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ আলোচনা সভা ও র্যালি আয়োজন করেন।
পিরোজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা প্রকৌশলী মো.আরজুরুল হকসহ ইউপি সদস্য বৃন্দ, ইউপি সচিব ও গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা পূর্বে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে এক র্যালি বের করা হয়।
র্যালিটি পিরোজপুর ইউনিয়ন পরিষদ এলাকায় প্রদক্ষিণ করেন।
অপরদিকে সনমান্দি ইউনিয়ন পরিষদের উদ্যাগেও জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করেন। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় ইউপি সচিব, সদস্য ও এলাকার গণ্যমান্যগণ উপস্থিত ছিলেন।
এদিকে বারদী ইউনিয়ন পরিষদ জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করেন। বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বারদী ইউনিয়ন পরিষদ চত্বরে এ আলোচনা সভা ও র্যালি বের করা হয়। আলোচনা ও র্যালিতে ইউপি সচিব, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন