নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী নেছারিয়া ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার, অফিস সহকারী এবং নৈশ্য প্রহরী পদে নিয়োগ পরীক্ষায় মাদ্রাসা বোর্ডের সহকারী পরিচালক (অর্থ) লুৎফর রহমানের উপস্থিতি সম্পন্ন হয়েছে।
শুক্রবার মাদ্রাসার শ্রেণি কক্ষে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ পরিক্ষায় ১০ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় মাদ্রাসার সভাপতি শাহজাহান সরকারসহ মাদ্রাসার গভর্নিং বডির সদস্য,প্রিন্সিপাল ও সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরীক্ষার শেষে নিয়োগ পরীক্ষার মাদ্রাসা বোর্ডের সহকারী পরিচালক (অর্থ) যাচাই বাছাই করে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
মাদ্রাসার সভাপতি শাহজাহান সরকার বলেন,বারদী ইউনিয়নের বারদী নেছারিয়া ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসা ১৯৬৩ সালে স্থাপিত হয় এবং অতি সুনামের সাথেই আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি। তিনি আরো বলেন বিগত কয়েক বছর যাবৎ বারদী নেছারিয়া ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসা দাখিল পরীক্ষায় শতভাগ পাশের রেকর্ড করতে সক্ষম হয়েছে। গত বছরের ন্যায় এ বছরও আমাদের মাদ্রাসার (৩৩) জন পরিক্ষার্থী দাখিল পরিক্ষায় অংশ গ্রহন করে এবং(৩৩)জনই পাশ করে শতভাগ পাশের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এছাড়াও গত ২০২২ ইং নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে রাকিবুল হাসান ও ২০২৩ ইং কানিজ ফাতিমা কে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
আপনার মতামত দিন