নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে আগামী ১৩ই অক্টোবর আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকালে উপজেলার মোগরাপাড়া এলাকায় অনুষ্ঠিত
এ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শাহ আলম, সাইদুর রহমান মোল্লা, জেলা কৃষকলীগ নেতা আব্দুস সালাম সেলিম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আনোয়ার হোসেন, মোহাম্মদ মুসা, সোনারগাঁও সরকারী কলেজের সাবেক ভিপি আওয়ামিলীগ নেতা সাইফুল ইসলাম বাবু, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সোনারগাঁও উপজেলা সভাপতি নাইদুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত ব্যাপারি, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সোনারগাঁও পৌরসভা-সভাপতি আরাফাত ইসলাম সিয়াম, বারদী ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি কবির প্রধান প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন সাহেব এর পুত্র উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, এরফান হোসেন দীপ বলেন, আগামী ১৩ অক্টোবর কাঁচপুরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজিত বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ,জঙ্গীবাদ,নৈরাজ্য, স্বাধীনতার অপশক্তি, ষড়যন্ত্রের বিরুদ্ধে উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করতে এ প্রস্তুতি সভা। তিনি বলেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ দেশের জন্য আবার নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
আপনার মতামত দিন