শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে অজ্ঞাত এক যুবকের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের সোনাচর এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ওই লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এ ঘটনায় বুধবার রাতে সোনারগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের পরনে ছিল কালো রংয়ের ফুল হাতা গেঞ্জি ও জিন্সের ফুল প্যান্ট।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের সোনাচর এলাকার শীতলক্ষ্যা নদীর মোহনায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা বুধবার বিকেলে বিষয়টি সোনারগাঁও থানা পুলিশ ও কলাগাছিয়া নৌ ফাঁড়িকে সংবাদ জানায়। ঘটনাস্থলটি সোনারগাঁও এলাকা হওয়ায় সোনারগাঁও থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কলাগাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক জুবায়ের জানান, এলাকাবাসীর মাধ্যমে লাশের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। উদ্ধারকৃত লাশটি সোনারগাঁও থানা এলাকায় হওয়াতে সোনারগাঁও থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
আপনার মতামত দিন