বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গত১০ দিন যাবত স্কুল ছাত্র নিখোঁজ সোনারগাঁওয়ে ঋণখেলাপির জামিনদাতা হয়ে দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল আবেগপ্রবণ হয়ে আচরণবিধি লঙ্ঘন, শোকজের বিষয়ে সাংসদ লিয়াকত হোসেন খোকা সোনারগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২২ ঘন্টা পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জ  -৩ আসনের জাপা প্রার্থীকে শোকজ জামপুরে প্রয়াত আ’লীগ নেতা আব্দুল হাই ভূঁইয়ার স্বরণ সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের মামলা, দুজন গ্রেপ্তার সাংসদ লিয়াকত হোসেন খোকার মনোনয়ন পত্র জমা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  আব্দুল্লাহ আল কায়সারের মনোনয়ন পত্র দাখিল সোনারগাঁওয়ে মাটি খুঁড়ে ব্রিটিশ পিলার উদ্ধার

সোনারগাঁওয়ে অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,   সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে অপহরণকারী চক্রের মূলহোতাসহ চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব- ১১।  মঙ্গলবার দুপুরে র‍্যাব-১১ সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের  পেরাবো রাজমনি পিরামিড এলাকায় দাস নোয়াগাঁও গ্রাম  থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ভিকটিম রূপগঞ্জের মোগরাকুল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আল আমিনসহ তাদের কাছ থেকে চারটি ছোড়া উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পেরাব এলাকার মো. দুলাল ভূইয়ার ছেলে মো. আবির হাসান, একই এলাকার জহিরুল মোল্লার ছেলে মো. অপু মোল্লা, আবু হানিফ মোল্লার ছেলে রাফিউল ইসলাম দিপ্ত ও ভরৎ গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রাহাত হাসান মেহেদী।
র‍্যাব জানায়, ঘটনার ভিকটিম মো. আল আমিন একজন মুদি দোকানী। সে দাস নোয়াগাঁও গ্রামে নিজের পৈত্রিক জমি দেখতে গেলে গ্রেপ্তারকৃত আসামিরাসহ আরো ৮-৯ জন দেশীয় অস্ত্রসহ হামলা করে আল আমিনকে গুরুতর জখম করে। ওই সময় আল আমিনের কাছে থাকা নগদ ২১ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তারপর তারা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তার পরিবারের কাছ থেকে নগদ ১ লাখ টাকা মুক্তিপণ আদায়ও করে। মুক্তিপণের অবশিষ্ট ৯ লাখ টাকা আদায়ের জন্য অপহৃত আল আমিনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সে সময় সোনারগাঁওয়ের রাজমনি পিরামিড দাস  নোয়াগাঁও এলাকায় র‍্যাব-১১ এর একটি টহল দলের দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিকভাবে অপহরণকারী চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় বাকিরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, র‌্যাব-১১ একটি মামলা দায়ের করে ৪জন আসামীকে থানায় হস্তান্তর করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD