নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ ( সোনারগাঁও) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪ জন। গত ৩ দিনে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা।
যারা মনোনয়ন পত্র সংগ্রহ করলেন তারা হলেন
সোনারগাঁওয়ের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, তারই চাচাতো ভাই সাবেক সাংসদ মরহুম মোবারক হোসেন এর ছেলে সোনারগাঁও উপজেলাআওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ, তারই চাচা মনির হোসেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, তার ছেলে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ ৩ আসনের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি এডভোকেট হোসনে আরা বাবলী,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা দীপক কুমার বনিক, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, তার ছোট ভাই সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিন, তাতী লীগ নেতা আনোয়ার হোসেন।
মনোনয়ন পত্র সংগ্রহকালে সকলের সাথে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থিত নেতা কর্মী ও লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন