নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে নিয়ে কু- চক্রী মহল একটি অডিও রেকর্ড দিয়ে অপ-প্রচার ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনিকে হেফাজত নেতাদের প্রাণ নাশের হুমকির প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ।
রোববার বিকেলে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ- প্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে নিন্দা জানিয়েছেন। তাছাড়া গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহীদ মিনারে হেফাজত নেতা মামুনুল হকের মুক্তির দাবীতে সমাবেশে রফিকুল ইসলাম নান্নু ও সোহাগ রনিকে হত্যার হুমকী দেওয়া হয়। যা বিভিন্ন গণ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
আপনার মতামত দিন