নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলার পশ্চিম সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস।
তথ্য অফিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যাডিং বিষয়ে বিশেষ ধরণের প্রচার কার্যক্রমের আওতায় এ মহিলা সমাবেশের আয়োজন করে।
মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা।
নারায়ণগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা রীনা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনিসুর রহমান, প্রধান শিক্ষক মোঃ শাহজাহান।
অনুষ্ঠানে সনমান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মহিলারা অংশ নেন।
আপনার মতামত দিন