নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দৈনিক ভোরের ডাক এর সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো.নাসির উদ্দিনের ছেলে নাদিম আহমেদ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় স্কলারশিপ ‘ ইরাসমাস মুন্ডুস’ ফুল ফান্ড স্কলারশিপ পেয়েছেন। সে ইউরোপের স্পেন,বেলজিয়াম,ফিনল্যান্ড এই তিনটি দেশে উচ্চ শিক্ষা (মার্ষ্টার্স) করতে পারবে। প্রথম ধাপে সে বিদেশে স্পেনের মাটিতে পাড়ি দিয়েছে। সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন চরতালিমাবাদ গ্রামের সাংবাদিক নাসির উদ্দিনের ছেলে মো.নাদিম আহমেদ এর মাধ্যমিক শিক্ষা জীবন ছিল মহজমপুর উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক ছিল ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত প্রযুক্তি ইউনিটে (মুয়েট) ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বি এস সি ইন( অনার্স) ৩.৫৭ পেয়ে অতি সন্মানের সহিত উর্ত্তীর্ণ হয়। নাদিম আহমেদ এক ভাই এক বোন ছোট সানজিদা আহমেদ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হোম ইকোনমিক্সে খাদ্য ও পুষ্টি বিভাগে অনার্সের ২য় বর্ষের শিক্ষার্থী। জানা যায় নাদিমের ছোট বেলা থেকে তার ইচ্ছা ছিল বিদেশের মাটিতে লেখা পড়া করা। সে সকলের কাছে দোয়া চেয়েছেন বিদেশি লেখা পড়া করে উচ্চ গ্রহণ করবে আল্লাহ তায়ালা যেন তার মনের আশা পূরণ করেন এবং সকল কাছে দোয়া কামনা করছেন।
আপনার মতামত দিন