বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সিএনজি চালক মামুন মিয়া হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ইম্মে সরাবন তহুরার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের অনুপস্থিতে এ রায় ঘোষনা করা হয়।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন জেলার বন্দর উপজেলার শ্রীরামপুর দক্ষিণপাড়া গ্রামের হাফেজ মিয়ার ছেলে গাফফার ও সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের বাঘরি উত্তরপাড়া গ্রামের মাসুল হাসেমের ছেলে মাসুদ রানা ওরফে মাসুদ।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, হত্যাকান্ডের মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।
জানা যায়, সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের হাতুরাপাড়া গ্রামের আনসর আলীর ছেলে সিএনজি চালক মো. মামুন সিএনজিসহ ২০১২ সালের ৯ জুলাই বিকেলে নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় ১১ জুলাই সোনারগাঁও থানায় মামুনের মা সুফিয়া বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১২ সালের ৫ সেপ্টেম্বর গাফফার ও মাসুদকে সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মামুনকে হত্যার কথা স্বীকার করে তারা। তাদের স্বীকারোক্তিতে ওইদিন বন্দর উপজেলার কামারবো কুচিয়ামোড়া এলাকার একটি পুকুর থেকে নিখোঁজ মামুনের কঙ্কাল, হাড়গোড় উদ্ধার করে পুলিশ। মামুনের পরনের শার্ট ও জুতা দেখে তার পরিবার লাশ শনাক্ত করেন। দীর্ঘ ১১ বছর পর মামুন হত্যা মামলায় অভিযুক্ত দুজনের মৃত্যুদন্ড প্রদান করে আদালত।
আপনার মতামত দিন