মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি জামায়াতের হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ।
শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ- ৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, সদস্য লায়ন মাহবুবুর রহমান বাবুল, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, মুক্তিযোদ্ধা ওসমান গণি, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ প্রমুখ। এসময় সোনারগাঁও আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন