বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নতুন ইউএনও তৌহিদ এলাহী। তিনি বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের বদলীতে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পালন করবেন।
মাঠ প্রশাসন শাখার অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ,কে,এম মাসুদুজ্জামান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেন।
নতুন এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩০তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোরখালী গ্রামের সন্তান তৌহিদ এলাহীর স্কুলজীবন কেটেছে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় জোরখালী প্রাথমিক বিদ্যালয় ও জোরখালী উচ্চবিদ্যালয়ে। তিনি ২০০২ সালে এসএসসি ও ২০০৪ সালে সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর থেকে এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর ২০১১ সালের জুনে আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএর নিয়মিত প্রোগ্রামে ভর্তি হন। ছাত্রজীবনেই খণ্ডকালীন সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন তিনি। বেশ কয়েকটি সংবাদপত্রে ফিচার রাইটার, প্রদায়ক হিসেবে কাজ করেছেন। বিসিএস প্রশাসনে প্রথম পোস্টিং ছিল লক্ষ্মীপুর জেলায়। পরবর্তী সময় ঢাকা জেলা প্রশাসনে কাজ করার সময় এমবিএ প্রোগ্রামকে খণ্ডকালীন হিসেবে পরিবর্তন করে ফাইন্যান্স মেজরসহ পড়াশুনা সম্পন্ন করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের দ্য বুশ স্কুল অব পাবলিক সার্ভিস ও গভর্নমেন্টে বৃত্তি প্রাপ্ত হয়ে দুই বছর মেয়াদি মাস্টার অব পাবলিক সার্ভিস ও অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা শেষ করেছেন।
তিনি ৩০তম বিসিএসের ফলাফলে প্রশাসন ক্যাডারে ২১তম স্থান অর্জন কারী।
তিনি ইউএসএর বুশ স্কুলে ভর্তি হওয়ার পর ঐ স্কুলের করিডরে বাংলাদেশি পতাকা স্থাপন করে নিজেকে এবং দেশকে গর্বিত করেছেন। তিনি বুশ স্কুলের ছাত্র-শিক্ষকদের কাছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়া, দেশের অগ্রগতি, সম্ভাবনা ও সমস্যা তুলে ধরতে পেরেছেন বলে নিজে অত্যন্ত গর্ব বোধ করেন। তিনি ছাত্র জীবন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখালেখির সঙ্গে জড়িত। ২০১৮ সালের বইমেলায় তার রচিত শিশুতোষ গল্পগ্রন্থ ‘বইকাটা’ এবং এরপর একটি কমিকস বই বের হয়। তিনি ২০২০-এর জুলাইয়ে দেশে ফিরে ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
আপনার মতামত দিন