রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে। সোমবার সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে মেঘনা শিল্পনগরী এলাকায় আলোচনা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন স্থানে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, যুগ্ম-আহবায়ক সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ, আওয়ামীলীগ নেতা আহসান হাবিব টিপু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর ভূঁইয়া প্রমুখ।
আপনার মতামত দিন