শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরুর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কাঁচপুর থেকে মেঘনা ঘাট হয়ে সোনারগাঁও পৌরসভার পৌর ভবনাথপুর এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে এসে র্যালীটি শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সদস্য রাশেদউদ্দিন মঞ্জু,সোনারগাঁও উপজেলা শ্রমিক লীগের সভাপতি রোবায়েত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান শামীম, মাহবুবুল আলম মিলন, লিপন চৌধুরী, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাশেদ, সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে অসহায়দের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
আপনার মতামত দিন