নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সোনারগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাংবাদিকরা।
শনিবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট উপহার দিয়ে অভিনন্দন জানান ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ ও নির্বাহী কমিটিসহ সকল সদস্যগণ।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ফিরোজ হোসাইন মিতা, সাইফুল আলম রিপন, আজীবন সদস্য একে এম মাহফুজুর রহমান, সভাপতি অসিত কুমার দাস, সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সহ সভাপতি ফজলে রাব্বী সোহেল, যুগ্ম সাধারন সম্পাদক হাসান মাহমুদ রিপন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনিছুর রহমান, সাংবাদিক কল্যাণ সম্পাদক দীপন সরকার,ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মশিউর রহমান, নির্বাহী সদস্য মনির হোসেন, হীরালাল বাদশা, সদস্য মাসুদ শায়ান, এম এম সালাউদ্দীন , ইউসুফ আলী, আবু বকর সিদ্দীক, রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, মোক্তার হোসেন মোল্লা,মাহবুবুর রহমান সুমন, হারুন অর রশীদ, আনোয়ার হোসেন, আবুল বাসার, রফিকুল হায়দার বাবু, সামসুল আলম তুহিন, মাহবুবুর রহমান, মাসুম মাহমুদ, নাসির উদ্দিন, কবির হোসেন, আকতার হোসেন, হুমায়ন কবীর, সালমা আক্তার কনা, মাজহারুল ইসলাম।
এর আগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্লাবের বিশেষ সাধারন সভায় সকলে অংশ নেন।
আপনার মতামত দিন