মনির হোসেন , জামপুর প্রতিবেদক :
সোনারগাঁওয়ে জামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জামপুরের তালতলা এলাকায মঙ্গলবার বিকেলে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার।
জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবদুল হাই ভূইয়ার ছেলে আওয়ামী লীগ নেতা আহসান হাবীব টিপু, আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আবু খান, দেওয়ান মোস্তাফিজুর রহমান, তাইজুদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, মোহাম্মদ হোসাইন, মাহরুফ ইসলাম ঝলক, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবীর ভূইয়া সুমনসহ উপজেলা ও জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে গনভোজে খাবার বিতরণ করা হয়।
আপনার মতামত দিন