মনির হোসেন, জামপুর থেকে
“সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ৭৩ বছর’। এ
শ্লোগানে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে উপজেলার জামপুর আমবাগ এলাকায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন এর ছেলে মরহুম মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হাই ভূইয়ার ছেলে আওয়ামী লীগ নেতা আহসান হাবীব টিপু।
সরকারি কবি নজরুল কলেজের সাবেক প্রভাষক মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বারদী ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নজরুল ইসলাম, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেওয়ান বুট্টু, ছাত্রলীগ নেতা মো. কামরুল দেওয়ান প্রমুখ।
আপনার মতামত দিন