শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন
মনির হোসেন, জামপুর থেকে ::
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুরে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.মোতালিব ভুঁইয়ার উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামপুরের কদমতলী এলাকায় অনুষ্ঠিত এ মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পাটির সভাপতি মো.সানাউল্লাহ সানু, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য প্রার্থী আবু নাইম ইকবাল, সোনারগাঁও উপজেলা জাতীয় পাটির মহিলা সংস্থার সভাপতি ডালিয়া লিয়াকত,নারায়ণগঞ্জ জেলা যুব সংহতির আহ্বায়ক মো.রিপন ভাওয়াল,জাতীয় সেচ্ছাসেবক পাটির সদস্য মো.আনিসুর রহমান বাবু,কেন্দ্রীয় জাতীয় সেচ্ছাসেবক পাটির সদস্য মো.জাবেদ রায়হান,জাতীয় পাটির নেতা মো.ফজলুল হক মাষ্টার, বারদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.রিয়াদ হাসান ফকির রহিমসহ সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য ইউপি সদস্য ও জাতীয় পাটির নেতা কর্মীবৃন্দ। উপস্থিত সকলের মাঝে ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে দোয়া পরিচালনা করেন লিয়াকত হোসেন খোকা এমপি।
আপনার মতামত দিন