মনির হোসেন, জামপুর থেকে :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিতা পুত্রকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালায়। হামলাকারীরা পিতা ও পুত্রকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
সোমবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাবো গ্রামে এ ঘটনা ঘটে। আহত পিতা মোঃ রবিউল আলম ও ছেলে মো. হোসেন ভূঁইয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনা আহত রবিউল আলমের স্ত্রী মোসা: হোসনে আরা বেগম বাদী হয়ে বুধবার সন্ধায় সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের পেরাবো গ্রামের মো.রবিউল আলমের পরিবারের সাথে প্রতিবেশী জুনায়েদ মোল্লা পরিবারের পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে জুনায়েদ মোল্লা ও তার লোকজন রবিউল আলম ও তার পরিবারকে বিভিন্ন সময় গালিগালাজ ও খুন জখম করার হুমকি দিয়ে আসছে। গত ২০ ফেব্রুয়ারি সোমবার রাত ৯ টা ২০ মিনিটে প্রতিবেশী জুনায়েদ মোল্লা, মোসা: জুয়েনা আক্তার, মোঃ রাকিবসহ আরো কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র ছোড়া, চাপাতি, রামদা, লাঠি সোঠা নিয়ে রবিউল আলমের বাড়িতে প্রবেশ করে রবিউল আলম ও তার ছেলে মো. হোসেনের ওপর অতর্কিত ভাবে হামলা চালায়। হামলাকারীরা পিতা ও পুত্রকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এসময় আহতদের আত্ম চিৎকারে এলাকাবাসী এলে হামলাকারীরা নানা রকম গালমন্দ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে এলাকাবাসী আহত পিতা ও পুত্রকে আহত অবস্থায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রবিউলের স্ত্রী মোসাম্মৎ হোসনে আরা বেগম আরো জানান, সঙ্গবদ্ধ সন্ত্রাসীরা তার স্বামী ও ছেলেকপ হত্যার উদ্দেশ্যে তাদের হাতে, পায়ে, মাথায়, মুখ সহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় আহত রবিউল আলমের স্ত্রী হোসেনে আরা বেগম বাদী হয়ে জুনায়েদ মোল্লা কে ১নং আসামি, মোসাম্মৎ জুয়েনা আক্তারকে ২ নং নাম্বার আসামি করে অজ্ঞাত আরো ৫-৭ জনের নামে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁও থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, এ ঘটনা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত দিন