রবিবার, ০৪ জুন ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়নগঞ্জেহর সোনারগাঁওয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলার ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকরা। গত ২২ নভেম্বর সোমবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃধাকান্দি গ্রামে উঠোন বৈঠক করতে গিয়ে এক মেম্বার প্রার্থী আরেক মেম্বার প্রার্থী ও তার সমর্থকদের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি প্রদান করেন।
এ ঘটনার প্রতিবাদে ও শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদানের দাবীতে মানববন্ধন করেছেন ওই এলাকার সাধারণ ভোটারগন। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড-এ আপেল প্রতীক নিয়ে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন জাতীয় শ্রমিকলীগ মেঘনা শিল্পাঞ্চল শাখার যুগ্ম-আহবায়ক এম এ হালিম ও মোরগ প্রতীক নিয়ে মাঠে আছেন জাতীয়পার্টি নেতা রফিকুল ইসলাম সরকার।
মানববন্ধনে বলেন, “পিঠের চামড়া তুলে নেবো” রফিকুল ইসলাম সরকারের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই, সেই সাথে তাকে আইনের আওতায় এনে একটি সুষ্ঠু ও সুন্দর ভোট গ্রহনের পরিবেশ তৈরিতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন এলাকাবাসী।
আপনার মতামত দিন