নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল ভাষা শহিদের স্মরনে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদীতে দোয়া মাহফিল ও অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার সোনারগাঁও উপজেলা আহবায়ক কমিটির সদস্য বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল ভাষা সহিদের স্মরনে আমি প্রতি বছরের মত এবারও কোরআনের হাফেজদের নিয়ে দোয়ার আয়োজন করেছি মহান রাব্বুল আলামিনের দরবারে সকলের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছি। এছাড়াও আমাদের মানবতার মা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সবাইকে শ্রদ্ধার সাথে স্বরর্ণ করছি।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আহবায়ক কমিটির সদস্য বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফারুক মান্নান, মোঃ জাহাঙ্গীর, মোহাম্মদ আলী, মোঃ ইসমাইল, আঃ আউয়াল, মোঃ আমিন হোসেন, মোঃ নাজমুল হক, সংরক্ষিত নারী সদস্য ফরিদা ইয়াসমিন, উম্মে হানী উম্মি, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম ভুইঁয়া, আওয়ামী লীগ নেতা মোঃ জামানসহ বারদী ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ।
আলোচনা সভা ও বিশেষ মোনাজাত শেষে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল নিজ হাতে অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন।
আপনার মতামত দিন