শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       

মাছের খাদ্যের নামে মাদক পাচারকালে ৪৩ কেজি গাঁজাসহ ১ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মাছের খাদ্যের নামে মাদক পাচারকালে ৪৩ কেজি গাঁজাসহ ১ যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
সোমবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতার করা হয় মোঃ জুয়েল (২৭) নামে ১ যুবককে। সে কুমিল্লার কোতোয়ালি উপজেলার আলেখারচর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৩ টার দিকে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁও থানা পুলিশের একটি  দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় কুমিল্লা থেকে আসা একটি  পিকআপ ভ্যানে (সিলেট মেট্রো ১১-১৭০৬) তল্লাশি চালায়। এ সময় মোঃ জুয়েল (২৭) নামে এক যুবক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে ট্রাকে তল্লাশি করে গাড়ি ভর্তি মাছের খাবারের বস্তার মধ্যে ছয়টি বস্তা হতে মোট ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় ৪৩ কেজি গাঁজাসহ জুয়েল নামে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD