নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে মোগরাপাড়া হরিদাস গৌর গোবিন্দ স্মৃতি সরকারি বিদ্যালয় মাঠে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মোঃ সোহাগ রনির সার্বিক তত্বাবধানে ও আয়োজনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য দোয়া করা হয়।
সোনারগাঁও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহ জামাল তোতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহিদ বাদল।
এ সময় অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম রুপন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা শাহ আলম, আওয়ামীলীগ নেতা আলমগীর,মোঃ কামাল হোসেন, নাঃগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান পিঞ্জর, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম বিজয়, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম সজল, সোনারগাঁও সরকারি কলেজর ছাত্রলীগের সভাপতি সজল চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক অর্নি আলম, সঞ্জয় চন্দ্র, মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি: মোঃ মাসুম বিল্লাল প্রধান ও সাধারণ সম্পাদক মোঃ খলিল মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি আমিরুল ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক মোঃ তাওহীদ, জিহাদ, জাহিদসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন