বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
আব্দুল হাই ভূইঁয়ার ১০ তম মৃত্যবার্ষিকী আজ বৃহস্পতিবার সোনারগাঁওয়ে নৌকা প্রতীক বিজয়ী করতে সভায় আ’লীগ নেতাকর্মীদের অঙ্গিকার জামপুরে টাইলসবাহী ট্রাকে আগুন, হেলপার দগ্ধ এমপি খোকা জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল নির্বাচন কমিশন থেকে আ’লীগ জাপাসহ তিনজনের মনোনয়নপত্র সংগ্রহ সোনারগাঁওয়ে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন এমপি খোকা, বিভিন্ন স্থানে আনন্দ মিছিল নৌকার মনোনয়ন পেলেন আব্দুল্লাহ আল কায়সার, ১০ বছর পর নৌকা প্রতীক পেয়ে উচ্ছাসিত নেতাকর্মীরা সোনারগাঁও সাহিত্য নিকেতনের মুখপত্র চর্চা ‘র শরৎ সংখ্যার পাঠ উন্মোচন সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ চার নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা

মোবাইল ছিনতাইয়ের অভিযোগে পৌর ছাত্রলীগের সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক সাজু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

মোবাইল ছিনতাইয়ের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্য রাতে সোনারগাঁও পৌর এলাকার রয়্যাল রির্সোটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে র‌্যাব সদস্য পরিচয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি প্রাইভেটকার থেকে ২৮৩টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ছিনতাইয়ের অভিযোগে রোববার দুপুরে কুমিল্লার কোতয়ালী থানার বাসিন্দা মোবাইল ব্যবসায়ী মো. সুমন মিয়া বাদি হয়ে মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজুসহ ৩ জনকে আসামী করে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান রবিন পৌরসভার খাসনগর দিঘির পাড় গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে ও শাহরিয়ার হাসান খাঁন সাজু গোয়ালদী গ্রামের নাসিরউদ্দিনের ছেলে।

এদিকে পুলিশ গ্রেপ্তারকৃত দুই ছাত্রলীগ নেতাকে ১০ দিনের রিমান্ড চেয়ে সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইমরান মোল্লার আদালতে হাজির করে। আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানী শেষে তাদের নারায়ণগঞ্জ কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন আদালত। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

জানা যায়, কুমিল্লার কোতয়ালী থানার বাসিন্দা মোবাইল ব্যবসায়ী মো.সুমন মিয়া গত ১৩ সেপ্টেম্বর রাতে ২৮৩টি মোবাইল সেট নিয়ে একটি প্রাইভেটকার যোগে ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা অতিক্রমকালে র‌্যাব সদস্য পরিচয়ে প্রাইভেটকারটি গতিরোধ করে। পরে ওই ব্যবসায়ীকে মারধর করে ওই মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়। ওই সময় তাদের পরিচয় জানতে পেরে তাদের কাছে মোবাইলগুলো ফেরত নেওয়ার জন্য ধরনা দেয়। মোবাইল ফোন গুলো ফেরত না দেওয়ায় ১১দিন অপেক্ষা করে গত রোববার দুপুরে ওই ব্যবসায়ী সোনারগাঁও থানায় রবিন, সাজু ও ওলি নামে অপর একজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ পৌরসভার খাসনগর দিঘির পাড় রয়্যাল রির্সোটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করে।

সূত্র জানায়, সোনারগাঁও পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিনকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে ২০২১সালের ১১ জুলাই জেলা ছাত্রলীগের জরুরি সভায় তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সেই অব্যাহতি পত্রে রবিনের স্থলে কাউকে দায়িত্ব না দেওয়ার কারণে সে নিজেই ওই পদ আকড়ে ধরে ছিল। সম্প্রতি বিভিন্ন দলীয় কর্মকান্ডের ব্যানার ফেস্টুনে নিজেকে সভাপতি বলে প্রচার করতেন। তখন কেউ এর প্রতিবাদ করেননি। ফলে সভাপতি বনে যান।

সোনারগাঁও থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান রবিনের বিরুদ্ধে মাদক, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, ভূমিদস্যূতা ও হামলা ভাংচুরের অভিযোগে ১৫টি মামলা রয়েছে। সাজুর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত ) আহসান উল্লাহ সোনারগাঁও নিউজ জানান, ছিনতাইয়ের অভিযোগে রবিন ও সাজু নামের দুজনকে গ্রেপ্তারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে মোবাইলফোন ছিনতাইয়ের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। মোবাইল উদ্ধার না হওয়ায় ১০দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD