বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্যর। পরে উপজেলা যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রদ্ধা নিবেদন করেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য ডা: আবু জাফর চৌধুরী বিরুসহ সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন