মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ এ্যাওয়ার্ড পেয়েছেন মাই টিভির সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেপালের সাবেক নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী রাম কুমারী ঝাকরি এমপি। সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপের পরিচালক গোলাম ফারুক মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্রেম আলী এমপি, রামা আলি মাগার এমপি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এনামুল হক। আলোচনা শেষে নেপাল ও বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক ইউসুফ আলী বিভিন্ন সময়ে সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে নিজেকে নিয়োজিত করেছেন। এছাড়াও শীত বস্ত্র বিতরণ, বৃক্ষ রোপনসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন।
আপনার মতামত দিন