রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক দেশকাল পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হীরালাল বাদশার মা আঞ্জুমানারা বেগম (১০২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, পাঁচ মেয়ে, নাতী নাতনীসহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী গ্রামে মরহুমার নিজ বাড়ির পাশে মাঠে জানাযা শেষে সনমান্দির আয়নাল দরগা এলাকায় সামাজিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
সাংবাদিক হীরালাল বাদশার মায়ের মৃত্যুতে সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য সাংবাদিকসহ সোনারগাঁও নিউজ পরিবার, ষোলআনা সমিতি পরিবার, জাগ্রত ৯৪ সদস্যরা ও উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আপনার মতামত দিন