বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা ছিনতাইকৃত সুতা ভর্তি কন্টেইনার সোনারগাঁয়ে উদ্ধার সোনারগাঁওয়ে ১০ ইউপি চেয়ারম্যানের নিরাপত্তার দাবি  সোনারগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা গ্রেপ্তার সোনারগাঁয়ে আ’লীগের সঙ্গে আঁতাত করে গোলজার এখন বিএনপির বড় নেতা! সোনারগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে গনিত অলিম্পিয়াড সিজন-১ এর পুরস্কার বিতরন সোনারগাঁওয়ে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া  সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর  শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১০ লাখ টাকার মালপত্র লুট সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে ৩১ শিক্ষক কর্মচারীর স্মারকলিপি 

সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা ,

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা করেছে স্থানীয় যুবকরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিতাসের এক কর্মকর্তাসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর অভিযান কালে গ্রাম শূন্য হয়ে পড়ে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিডেট কোম্পানির মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী মো. শাকিল মন্ডল জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা ব্যবহার করে আসছে। এতে সরকার বিশাল অংকের রাজস্ব হারাচ্ছেন।  মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিতাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে ওই এলাকার প্রায় সাড়ে ৬শ ফুট গ্যাস লাইন তুলে ফেলা হয়। বেলা সাড়ে ১১ টার দিকে ওই এলাকার প্রায় ৩০-৩৫জনের একটি দল লাঠিসোটা,লোহার পাইপ নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় এক কর্মকর্তা ও ৭ শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এসময় হামলাকারীরা একটি জেনারেটর মেশিন, সংযোগ বিচ্ছিনের যন্ত্রাংশ, কোদাল ও উত্তোলিত গ্যাস পাইপ লুট করে নিয়ে যায়। হামলার খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের খবরে ওই এলাকায় মানুষ শূন্য হয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, তিতাস কোম্পানি কর্তৃপক্ষ থানায় মামলা করবেন। তাই মামলা হওয়ার আগে হামলায় আহতদের নাম প্রকাশ করতে বাধা রয়েছে।শ্রমিকদের পাশাপাশি একজন কর্মকর্তাও আহত হয়েছেন।

সোনারগাঁও থানার ওসি মো. আব্দুল বারী বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার পর যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD