নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ৪২টি ঘরের সরেজমিনে পরিদর্শন করলেন নারায়ণগঞ্জের সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
মঙ্গলবার সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ৪২টি ঘর দেখতে পরিদর্শনে আসেন তিনি। জেলা প্রশাসক এখানকার বসবাসরত ঘর প্রাপ্ত মানুষের সুবিধা ও অসুবিধার খোঁজ খবর নেন। পাশাপাশি ভবিষ্যতে এদের পরিবেশ ও চলাচলের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।
এসময় সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইব্রাহীমসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন