শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধে একই পরিবারের নারীসহ ৪ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খংশারদী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আলী আকবর বাদি হয়ে বুধবার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের খংশারদী এলাকায় সাড়ে ২৩ শতাংশ জমি নিয়ে মো. কাউসারের সঙ্গে আলী আকবরের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধকৃত জমি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালত আলী আকবরের পক্ষে রায় প্রদান করে। ওই জমি বেদখলের জন্য দীর্ঘদিন ধরে কাউসার ও তার লোকজন পায়তারা করে আসছে। এ নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে কাউসারের নেতৃত্বে সাদ্দাম, সিয়াম, কোহিনুর, মানসুরাসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আলী আকবরের ওপর হামলা করে। এসময় তাকে বাঁচাতে এলে তার স্ত্রী আসলাম আক্তার, ছোট ভাইয়ের স্ত্রী আসমা আক্তারকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে হামলাকারীরা তাদের পরনের জামা কাপড় টেনে হেচড়ে শ্লীলতাহানী করে। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আলী আকবর বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত কাউসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের জমি আলী আকবর ও তার লোকজন দখল করে রেখেছে। এ নিয়ে উভয়ের মধ্যে ধ্বস্তাধস্তি হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ জানান, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত দিন