শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নোয়াগাঁও ইউনিয়নের চরনোয়াগাঁও এলাকা থেকে এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রুবেল মীর নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছেন।
জানা যায়, উপজেলার চর নোয়াগাঁও গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে রুবেল মীর ও তার দুই ভাই শরীফ ও পলাশ মীর গত ২২ জানুয়ারী রাত ৮ টার দিকে চর নোয়াগাঁও কবরস্থান এলাকায় সবজি ব্যবসায়ী আলমগীরের কাছে রুবেল মীর ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় তাকে মারধর করে ৩১ হাজার ৫শ টাকার নিয়ে যায়। এসময় তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনার পরদিন ব্যবসায়ী আলমগীর হোসেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. কাউসার আলমের আদালতে একটি অভিযোগ দায়ের করে। পরে আদালত ওই অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহন করার জন্য সোনারগাঁও থানার ওসিকে নির্দেশ দেয়। পরে ওসি সে অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত করেন। গতকাল মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চাঁদাবাজ রুবেল মীরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ জানান, চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রুবেল মীর নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন