বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
‘হাতে হাত রেখে কাজ করি- উষ্ণতার বন্ধনে দেশ গড়ি’ এ শ্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫ শতাধিক শীতার্তদের মাঝে আমান গ্রুপের কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় আমান গ্রুপের প্যাকেজিং ইউনিটের সামনে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান-উল- ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবু, আমান গ্রুপের জিএম (অপারেশন) মিজানুর রহমান সুমন, ডিজিএম (এডমিন) মো. নাদিরুজ্জামান, এজিএম (অপারেশন) আব্দুর রহমানসহ আমান গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান-উল- ইসলাম বলেন, প্রতিটি কোম্পানির মালিকদের উচিত সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের পাশে দাড়ানো। আমান গ্রুপ অসহায় শীতার্তদের পাশে দাড়ানোর জন্য কর্তৃপক্ষকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ।
আপনার মতামত দিন