নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষরিত আবেদনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিবের কাছে নিরাপত্তা চেয়েছেন। রোববার এ আবেদন করেন। ঢাকা বিভাগীয় কমিশনার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, নারায়ণগঞ্জের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও সোনারগাঁও থানার অফিসার ইনচার্জকে এ আবেদনের অনুলিপি দেওয়া হয়েছে।
আবেদনে ইউপি চেয়ারম্যানরা উল্লেখ করেন, দলমত, জাতি, গোষ্ঠী নির্বিশেষে তাদের অর্পিত দায়িত্ব পালন করেছেন। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এক ধরনের সংকট তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহতদের পরিবারকে জোরপূর্বক ম্যানেজ করে উপজেলা বিএনপির শীর্ষ কয়েকজন নেতা ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা মামলা দায়ের করে। নাগরিক সেবা থেকে দূরে রাখার জন্য পুলিশী হয়রানী, শারিরিক লাঞ্ছিত ও মোবাইল ফোনে হুমকি প্রদান করে আসছে। এসব হয়রানী থেকে রেহাই ও নিজের নিরাপত্তা বিবেচনা করে বেশিরভাগ চেয়ারম্যান তাদের পরিষদের উপস্থিত হতে পারছেন না। এতে করে নাগরিক সেবা বঞ্চিত হচ্ছে জনগন।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু বলেন, তিনি জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। তিনি কোন দলের প্রতীকে নির্বাচন করেননি। প্রথম কার্য দিবসের চেয়ারম্যান ও সদস্যদের প্যানেল ভেঙে দিয়ে বিএনপির সমর্থিত সদস্যদের দিয়ে অর্থের বিনিময়ে নতুন প্যানেল চেয়ারম্যান পুঃন গঠন করে। এ প্যানেল বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনকে চাপ প্রয়োগ করছে বিএনপি শীর্ষ নেতারা।
বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নাগরিক সেবা দিতে আমাদের নামে মিথ্যা মামলা ও হয়রানী বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি অনুলিপি পেয়েছি। মন্ত্রনালয় যেভাবে নির্দেশনা দেবে সেই মোতাবেক কাজ করা হবে।
আপনার মতামত দিন