মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে ও সোমবার সকালে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে সোনারগাঁও উপজেলা চত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাচিপের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও থানা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান, সদস সচিব মোশারফ হোসেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম সেন্টুসহ সোনারগাঁওউপজেলা প্রশাসন, সোনারগাঁও উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর, সোনারগাঁও থানা, সোনারগাঁও পৌরসভা, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ষোলোআনা সামাজিক সংগঠন, সোনারগাঁও প্রেস ক্লাব, আনসার ভিডিপি, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ, জাতীয়পার্টি, বিএনপি, বাসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণ। এছাড়া সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
আপনার মতামত দিন