রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
শিশু কিশোরদের মেধা বিকাশ, বিজ্ঞান মনষ্ক করে গড়ে তোলা ও তাদের অধিকার নিয়ে কাজ করা দেশের প্রাচীন এবং বৃহৎতম সংগঠন “খেলাঘর” সোনারগাঁ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। “সুন্দর স্বপ্নে গড়ে উঠুক বাংলাদেশ, প্রতিটি সকাল হউক চির উজ্জ্বল” প্রতিপাদ্যে শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দী ইউপির ৪৭ নং ঈমানের কান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা খেলাঘর আসরের সভাপতি আজিজুল ইসলাম মুকুুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম জোবায়ের, শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহ আলম, রূপগঞ্জ খেলাঘর আসরের সভাপতি লায়ন সালেহ আহমেদ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ প্রমুখ।
সোনারগাঁও উপজেলা খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলনে আজিজুল ইসলাম মুকুলকে সভাপতি ও লায়ন রাজা রহমানকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সম্মেলনে ঐতিহাসিক সোনারগাঁওকে নিয়ে পুথি পাঠ, শিশু শিক্ষার্থীরা ছড়া, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর ভাষণ পাঠ করা হয়।
আপনার মতামত দিন