শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নুরুল ইসলাম দেওয়ান নামের এক কৃষকের বসঘর পুড়ে ভূষ্মিভূত হয়ে যায়। গত সোমবার দিবাগত রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চাঁন্দেরচক গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ঘরে থাকা নগদ টাকা, টিভি, ফ্রিজ, সিলিংফ্যান, খাট, সুকেস, আলমারীসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে রাতে সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থল গিয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ নুরুল ইসলাম দেওয়ান দাবি করেন, আগুনে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের চাঁন্দেরচক গ্রামের নুরুল ইসলাম দেওয়ান গত তিন বছর আগে ভিটি পাঁকা করে নতুন একটি ঘর নির্মাণ করেন। এ ঘরে তার পুত্রবধূ তার ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন। কয়েক দিন আগে তার পুত্রবধুর সন্তান জন্ম নেওয়ায় সে তার বাবার বাড়িতে অবস্থান করেন। সেই জন্য ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল। সোমবার দিবাগত রাত তিনটা সময় ঘরে দূর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পাশ্ববর্তী আরেকটি ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন ঘরের মালিক কৃষক নুরুল ইসলাম দেওয়ান। আগুনের তাপে হঠাৎ তার ঘুম ভেঙ্গে গেলে সে দেখতে পায় তার নতুন ঘরটিতে দাউ দাউ করে আগুন জ¦লছে। এসময় সে ঘর থেকে বাহির হওয়ার চেষ্টা করলে বুঝতে পারেন তার ঘরেও বাইরে শিকল দিয়ে আটকে দেয় দূর্বৃত্তরা।
এসময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে বাইরে শিকল খুলে বের করে আগুন নেভানোর চেষ্টা করে। এসময় ঘরে থাকা নগদ টাকা, টিভি, ফ্রিজ, সিলিংফ্যান, খাট, সুকেস, আলমারীসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অগ্নিকান্ডের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত দিন