নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বর্জ্য ব্যবস্থাপনা টেকসই উন্নয়নে নাগরিক ভাবনা ও আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও পৌরসভার রয়েল রিসোর্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যােগে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।
এ সময় আলোচনায় অংশ নেন দি ট্রাইবুনাল পত্রিকার ডেপুটি এডিটর আলতাফ মাহমুদ, সোনারগাঁও পৌরসভার প্রকৌশলী তানভীর আহমেদ, যমুনা টেলিভিশন এর নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হুসাইন স্মীথ, দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার (সোনারগাঁও) আল- আমিন তুষার, দৈনিক কালের কন্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সনমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, বিবি আসিয়া ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন, পরিচালক আব্দুল বাতেন সরকার, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির পরিচালক মোঃ শফিকুল ইসলাম, ইয়ামিন ভুইয়া, মাই টিভি ও আমার সংবাদ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সোনারগাঁও পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, সাংবাদিক দৈনিক দেশ কাল পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি হীরালাল বাদশা স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ফয়সাল আহমেদ, স্বেচ্ছাসেবী মাহমুদ হাসান ভূঁইয়া, বিডি ক্লিনের মোহাম্মদ সাইফুল ইসলাম, দৈনিক ভোরের সময় পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মোঃ মোক্তার হোসেন, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি রবিউল হোসাইন, দৈনিক আমাদের সময় এর ষ্টাফ রিপোর্টার মিজানুর রহমান,পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির সহ-সভাপতি এইচ এম পারভেজ, নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক বিডি ক্লিন এসএম বিজয়,জেলা সমন্বয়কারী এম এ মান্নান ভূঁইয়া প্রমূখ।
আপনার মতামত দিন