বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৬:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জন দুর্ভোগ নিরসনে রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করলেন এমপি খোকা সোনারগাঁওয়ে ২০ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার  এমপি খোকার বরাদ্দকৃত রাস্তায় সুফল পাবে বারদীর তিন গ্রামের মানুষ সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ – ভারত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের  কমিটি গঠন  বড় ভাই হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড রায় ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে ছোট ভাই গ্রেপ্তার সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা সোনারগাঁওয়ে বিএনপির সভাপতিসহ ৬ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ও গুণীজন সংবর্ধনা বারদী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

ঈদ যাত্রীদের ভোগান্তির টেলিফোন পাইনি — ওবায়দুল কাদের 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ ঃ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে। ঈদে মানুষের আনন্দটা হাসিমুখে দেখেছি। রাস্তা থেকে যাত্রীদের ভোগান্তির টেলিফোন পাইনি। এ কারণে ঈদটা ভালই কেটেছে।
শুক্রবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়  সড়ক উন্নতকরণ প্রকল্প পরিদর্শনকালে তিনি একথা বলেন।
ঈদযাত্রা স্বস্তির হওয়ার পেছনের কারণ হিসেবে তিনি সড়কের ভালো অবস্থার কথা জানান। তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভাল। এছাড়া যারা হাইওয়ে পুলিশ আছেন, মালিক-শ্রমিক, রোডস অ্যান্ড হাইওয়ে এরা সবাই যথাযথ দায়িত্ব পালন করেছেন।
উত্তরবঙ্গে রোডস অ্যান্ড হাইওয়ে নতুন প্ল্যান করে সেখানে ব্যবস্থা করেছে। তিনটা ফ্লাইওভার করা হয়েছে। নলকা ব্রিজটা অনেক বড় সমস্যা ছিল, এটা আমরা নতুন করেছি। এ কারণে এবার ঝুঁকিও কম ছিল।
এবারের ঈদে মানুষের শান্তি ছিল না -বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মানুষ যদি আনন্দ পায় বিএনপির কষ্ট লাগে, তাদের গায়ে জ্বালা ধরে। সরকারের ভাল কাজ তাদের সহ্য হয় না।
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশসহ বিভিন্ন দেশে ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।
শ্রীলঙ্কার কথা উল্লেখ করে মন্ত্রী  বলেন, শ্রীলঙ্কার মতো দেশে রিজার্ভ এখন মাত্র ৫০ মিলিয়ন যা কয়েক মাস আগে ছিল ২ কোটি বিলিয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের ক্রাইসিস ম্যানেজার। তিনি করোনা সংকটের মতো সব সমস্যার সমাধান করবেন।
প্রায় তিন বছর পর ওবায়দুল কাদের বৃহস্পতিবার নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ যান। ২০১৯ সালে ঈদুল আজহার পর শেষবার এলাকায় গিয়েছিলেন কাদের। পরের দুই বছর করোনার বিধিনিষেধের কারণে ঈদ কেটেছে ঢাকায়।
এ প্রসঙ্গে তিনি বলেন, বাড়িতে অনেকদিন পরে গিয়েছি, বাবা-মায়ের কবর জিয়ারত করেছি। সেখানে বহু মানুষের ঢল নেমেছিল।
প্রকল্প পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD